শিল্পকলায় হাসির নাটক পাইচো চোরের কিচ্ছা

আজ ১২ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে খুলনার আঞ্চলিক ভাষার হাসির নাটক পাইচো চোরের কিচ্ছার ৫১তম মঞ্চায়ন। ঢাকা পদাতিকের হাস্যরসাত্মক এ লোক নাটকটি খুলনা অঞ্চল থেকে সংগ্রহ করে  নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন কাজী চপল।  নাটকটি ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি প্রথম মঞ্চস্থ হয়।

লোকজ নাটকটি দেশীয় ঢংয়ে গল্পের ভঙ্গিতে মঞ্চে অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করছেন কুশীলবগণ। যার মাধ্যমে উঠে এসেছে রূপকথার গল্পের মতো পাইচো চোরের নানা কর্মকান্ড। জীবনের এক গভীর রহস্য লুকিয়ে আছে নাটকের কাহিনীতে। বিজয় সরকার, আলেক মাতুব্বর, মোসলেম বয়াতিসহ খুলনা এলাকার অসংখ্য লোককবি ভাটিয়ালী সুরে যে ভাব, রস মনে গ্রথিত করেছেন তা এই নাটকের মূল উপাদান হিসেবে কাজ করছে। গানের মাধ্যমে নাটকের মূল বক্তব্য প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গে নির্দেশক কাজী চপল বলেন, ‘এ নাটকে বাংলাদেশের লোকাঙ্গণের একটি সুপ্রাচীন আবহ আছে। দর্শক হাস্যরসাত্বক পাইচো চোরের কিচ্ছায় হারিয়ে যাওয়া সংস্কৃতির নানা উপাদানে ভরপুর এ নাটকটি দেখে শিকড়ের টান অনুভব করবেন।’

পাইচো চোরের চরিত্রে অভিনয় করছেন- সালাউদ্দিন রাহাত। গল্পে গানে কাহিনীকে সুবিস্তৃত করেছেন কাজী শিলা। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন রিয়াজ আহমেদ, মাসুদ আহমেদ, জাকারিয়া কিরণ, শ্যামল হাসান, কাজী সম্রাট, কাওসার আহমেদ, শারমিন সঙ্গীতা পিয়া, মুমু রোজারিও, কামরুজ্জামান সুমন, তন্দ্রা, তনিমা তন্নি, সুমন দত্ত, শাওন, নিপা, সেতু, ইকরা, সজল, শ্রাবন, জাহাঙ্গীর হোসেন, কবির হোসেন, দেবাশীষ বড়ুয়া, সুমন ঘোষ, উত্তম, আল-আমিন, আসিফ প্রমুখ।