চেয়ারে বসে ডিউটি করায় পুলিশকে চড়-থাপ্পড়!

পূজা চলাকালীন চেয়ারে বসে দায়িত্ব পালন করায় এক পুলিশ সদস্যকে চড়-থাপ্পড় দেয়ার অভিযোগে পূজা উদযাপন কমিটির এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় বন্দরের ২নং ঢাকেশ্বরী মন্দিরে পূজা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে এবং পূজা কমিটির সদস্য সুশান্ত দাসকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

জানা গেছে, বন্দরের ২নং ঢাকেশ্বরী মন্দিরে পূজা অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ লাইনের তিন সদস্য। পূজা চলাকালে পুলিশ কনস্টেবল ইমন মিয়া চেয়ারে বসেছিলেন।

একপর্যায়ে রাত সাড়ে ১১টায় পূজা চলাকালে কমিটির সদস্য সুশান্ত দাস কনস্টেবল ইমন মিয়াকে গালিগালাজ করেন। এ সময় কনস্টেবল ইমন মিয়া প্রতিবাদ করলে সুশান্ত ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপ্পড় মারেন।

এ ঘটনার খবর পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে  সুশান্তকে গ্রেফতার করে।

এ ব্যাপারে পুলিশ সুপার মঈনুল হক বলেন, এতে পুলিশের ওপর নয়, পুলিশের ভাবমূর্তির ওপর আঘাত করা হয়েছে। পুলিশের ওপর হামলাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।

এদিকে শুক্রবার পুলিশ সুশান্তকে আদালতে হাজির করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।