“চাঁদ কুমারী”

তৌকির আহাম্মেদ

তখন ছিলো আষাঢ় মাস
বর্ষার পড়ন্ত বিকেলে
গোধূলির আলো খেলা করছে
স্রোতধারা নদীর জলে।

এক জোড়া মায়াবী চোখ
সেথা করেছে দৃষ্টি
কৃষ্ণচূড়া ছায়া তলে দাঁড়িয়ে
এক রূপসী নারী
বিধাতার সেকি অপরূপ সৃষ্টি।

গোধূলির রঙ আর-তার রূপের আলো
একই সাথে বয়ে চলেছে
স্রোতধারা নদীর ধারে।
দখিনা বাতাস এসে দোলা দিয়ে যায়
তার রেশম কোমল চুলে,
চুলতো নয় যেনো এক ঝাঁক ফড়িং
খেলা করছে তার মাথার উপরে।

মেঘের কাজল পরা মায়াবী চোখ
পদ্মফোটা হাসি মন কেড়ে নেয়।

দুটি হাত যেনো
কচি লাউয়ের ডগার মতো
একটু স্পর্শে নুয়ে পড়বে পৃথিবীর সবকিছু
শুধু,তার দুটি হাতে।

দেখেছি আমি বিধাতার সৃষ্টির অনেক নারী
তার তুলনা শুধু নিজেই সে
ঠিক যেনো চাঁদ কুমারী।