এই বিশ্বকাপ নিয়ে বাংলাদেশকে গর্ব করতে বলছেন শ্রীরাম

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তর্ক-বিতর্ক থাকতেই পারে, পক্ষে-বিপক্ষে কথা হতেই পারে, তবে কাগজে কলমে বাংলাদেশ তাদের সেরা বিশ্বকাপটাই কাঁটাচ্ছে অস্ট্রেলিয়াতে। এখন পর্যন্ত ৪ ম্যাচের দুটোই জিতেছে বাংলাদেশ, ৪ পয়েন্ট নিয়ে এখনো রয়ে গেছে সেমিফাইনালে দৌঁড়ে। চোখে চোখ রেখে লড়াই করেছে ভারতের সাথে। তাইতো অতৃপ্তির মাঝেও তৃপ্ত বাংলাদেশ দল।

প্রশ্ন উঠতেই পারে, দুই জয় নিতেই এতো বড়াইয়ের কী আছে? উত্তর হতে পারে বিগত ছয় বিশ্বকাপ। গত ছয় আসরে বিশ্বকাপের মূল পর্বে যেই দল কোনো জয়ই পায়নি, তাদের কাছে দুই জয় তো গর্বেরই বিষয়। তাই গর্ব করছেন শ্রীরাম শ্রীধরন, গর্ব করতে বলছেন বাংলাদেশকেও।

শ্রীধরন শ্রীরাম আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা আসর এটি। বাংলাদেশের ইতিহাসে আগে কখনো মূল পর্বে দুটি খেলায় জেতেনি দল। আমরা সেটা করেছি। ছেলেরা নিজেদের নিয়ে গর্ব করতে পারে।’

তবে শ্রীরামের বিশ্বাস, আরো এককটু উন্নতি করতে পারলে আরো অনেক দূর যাওয়া সম্ভব। পেছনটা পেছনে ফেলে, অতীত ভুলে এগিয়ে যেতে চান শ্রীরাম। তিনি বলেন, ‘আমি জানি না আগে কী হয়েছে, সেখানে ছিলামও না। আমার মনে হয় এটা নতুন শুরু। আমার মনে হয় এটাতে আমি নতুন শুরু হিসেবে দেখি। অতীত নিয়ে থাকি না, এটাকে নতুন শুরু হিসেবে দেখি। অতীতে আমি ছিলাম না, তাই মন্তব্য করতে পারি না।’

এই সময় অস্ট্রেলিয়ায় চলমান বিশ্বকাপের উদাহরণ টেনে শ্রীরাম বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো কন্ডিশন বুঝিয়ে দেয় টি-টোয়েন্টিতে আলাদা কোনো ফরম্যাটে খেলতে হয় না। ওয়েস্ট ইন্ডিজের মতো দল যাদের পাওয়ার আছে, সুপার টুয়েলভেই উঠতে পারেনি। অস্ট্রেলিয়ায় আপনার অ্যাপ্রোচ পুরো বিশ্বের সব জায়গা থেকে আলাদা হতে হবে।’

বিডিসংবাদ/এএইচএস