চিলির ফুটবল মাঠে এক টুকরো ‘ফিলিস্তিন’

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফুটবল ক্লাব দিপোর্তিভো প্যালেস্তিনোকে যারা খেলার মাঠে দেখবেন, তাদের জার্সিতে নজর দিবেন, ভেবেই নিবেন যে এটি ফিলিস্তিনের একটি ক্লাব। কিন্তু আদতে তা নয়, ক্লাবটি চিলিভিত্তিক, অবরুদ্ধ ফিলিস্তিন থেকে হাজার হাজার মাইল দুরে অবস্থিত। ফুটবল মাঠে দিপোর্তিভো প্যালেস্তিনো চিলির নিজস্ব ভার্সন!

ল্যাটিন আমেরিকায় বিশ্বের তৃতীয় বা চতুর্থ বৃহত্তম ফিলিস্তিনি সম্প্রদায় রয়েছে চিলিতে। চার লাখ ফিলিস্তিনি সেখানে বসবাস করছে। সম্প্রদায়ে চতুর্থ বা পঞ্চম প্রজন্ম রয়েছে। বহু বছর আগে জমিজমা হারিয়ে তাদের পূর্বপুরুষ মধ্যপ্রাচ্য ছেড়ে এখানে এসেছে।

ফুটবল ক্লাবটিকে শুধু ফিলিস্তিনিরাই সাপোর্ট করে না, চিলিজুড়ে তাদের সমর্থক রয়েছে। বিশেষ করে রাজধানী সান্তিয়াগো এবং তার পার্শ্ববর্তী শহরগুলোর বাসিন্দাদের ক্লাবটির প্রতি তুমুল আকর্ষণ। দিপোর্তিভো প্যালেস্তিনোর সব অর্জন তারা উদযাপন করে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

বিডিসংবাদ/এএইচএস