তৃতীয় ওয়ানডেতে অনিশ্চিত রোহিত শর্মা

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চোট পেয়ে চলমান সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে অনিশ্চিত রোহিত শর্মা। বুধবার দ্বিতীয় ওয়ানডেতে দ্বিতীয় ওভারেই বুড়ো আঙুলে চোট পান ভারত অধিনায়ক। এজন্য তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।

বুধবার একাধিক ভারতীয় সংবাদমাধ্যম আগামী ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানায়। এক প্রতিবেদনে জানানো হয়, তৃতীয় এক দিনের ম্যাচে রোহিতের খেলার সম্ভাবনা ক্ষীণ।

বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারে স্লিপে ক্যাচ নিতে গিয়ে চোট পান রোহিত। সাথে সাথেই মাঠ থেকে বের হয়ে যান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ফলে ওপেন করতে পারেননি। তার বদলে শিখর ধাওয়ানের সাথে বিরাট কোহলি ওপেন করেন।

তৃতীয় ম্যাচে না খেললেও ভারত চাইবে টেস্ট সিরিজ়ের আগে তাকে দলে ফেরাতে। প্রথম টেস্ট শুরু ১৪ ডিসেম্বর। সেই ম্যাচের আগে রোহিত সুস্থ হয়ে উঠলেই লাভ ভারতের।

বাংলাদেশে তিনটি এক দিনের ম্যাচ এবং দু’টি টেস্ট খেলতে এসেছে ভারত। ৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই সফর। শেষ টেস্ট ম্যাচ ২২ ডিসেম্বর, মিরপুরে খেলবে দুই দল।

বিডিসংবাদ/এএইচএস