প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে আবারো পরিবর্তন

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ম্যানচেস্টার সিটির শীর্ষস্থান দখলের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই আবারো শীর্ষস্থান হারালো প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। চিরপ্রতিদ্বন্দ্বী চেলসিকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে আর্সেনাল।

বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা ৬টায় চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হয়েছিল চেলসি ও আর্সেনাল। এর আগে সর্বশেষ ৬ ম্যাচে আর্সেনালের বিপক্ষে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে চেলসি। এছাড়াও, চেলসি দলে রয়েছে বেশ কিছু ইঞ্জুরির সমস্যা। তবে নতুন কোচ গ্রাহাম পটারের অধীনে দলের পারফরম্যান্স ও ঘরের মাঠে ম্যাচ বলেই আশায় বুক বেঁধেছিল চেলসি সমর্থকরা। কিন্তু এবারো পরাজয়ের মুখ দেখতে হলো চেলসিকে।

মিকেল আর্টেটার অধীনে আর্সেনাল দলে যে কতটা পরিবর্তন এসেছে,সেটা এখন বেশ অনুমেয়। প্রথমার্ধের শুরু থেকেই চেলসির বিপক্ষে আক্রমণের পসরা সাজিয়ে বসে গানাররা। তবে ফিনিশিং এ দলের দূর্বলতা এখনো রয়েছে, এ কারণে সহজ সুযোগ পাওয়া সত্ত্বেও লিড নিতে পারেনি জেসুস-মার্টিনেল্লিরা। চেলসি আক্রমণ করার সুযোগ খুব কমই পেয়েছে প্রথমার্ধে।আর্সেনালের মতো তারাও সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে প্রথমার্ধ শেষ হয় ০-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধেও চেলসিকে আক্রমণের সুযোগ দেয়নি আর্সেনাল। এরপর ম্যাচের ৬৩ মিনিটে লিড পায় সফরকারীরা। ৬৩ মিনিটে বুকায়ো সাকার নেওয়া কর্ণার থেকে হেডে গোল করেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মেগালহেস। এরপরও বেশ কিছুক্ষণ চেষ্টা করেও ব্যবধান দ্বিগুণ করতে পারেনি আর্সেনাল। ম্যাচের ৭৫ মিনিটের পর চেলসি আক্রমণ করলেও আর্সেনাল ডিফেন্ডারদের দারুণ পারফরম্যান্সে ক্লিন শীট ধরে রাখে নর্থ লন্ডনের ক্লাবটি। ম্যাচের অতিরিক্ত সময়ে আর্সেনাল ও চেলসি খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়,তখন মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে লন্ডন ডার্বি জিতে নেয় মিকেল আর্টেটার শিষ্যরা।

এই জয়ে ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল। লিগে আর্সেনালের পরবর্তী ম্যাচ উলভসের বিপক্ষে, আগামী ১২ নভেম্বর রাত ১২:৪৫ এ। অন্যদিকে, সমান ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বর অবস্থানে রয়েছে গ্রাহাম পটারের দল। লিগে চেলসির পরবর্তী ম্যাচ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে, ১২ নভেম্বর রাত সাড়ে ১১টায়। এর আগে অবশ্য ইএফএল কাপে বৃহস্পতিবার ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি।
বিডিসংবাদ/এএইচএস