বিশ্বকাপে ভালো খেলার প্রভাব র‍্যাঙ্কিংয়ে

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্বকাপে ভালো করার পুরস্কার পেলেন স্যাম কারান, আদিল রাশিদ। বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা স্যাম কারান ও ইংল্যান্ডের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখা আদিল রাশিদ চলে এসেছেন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সেরা পাঁচে।

আইসিসির নতুন ঘোষিত র‍্যাঙ্কিংয়ের বোলার তালিকায় স্যাম কারান আছেন পঞ্চম স্থানে। আর বড় লাফ দিয়ে আদিল রাশিদ জায়গা করে নিয়েছেন শীর্ষ তিনে। শীর্ষস্থান ধরে রেখেছেন শ্রীলঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গা, দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের রাশিদ খান। চতুর্থ স্থানে আছেন জশ হ্যাজলউড।

বিশ্বকাপে ভালো করে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন এলেক্স হেলস। ২২ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ১২তম স্থানে। তাছাড়া সপ্তম স্থানে উঠে এসেছেন রাইলি রুশো। তবে শীর্ষস্থান অপরিবর্তিত, সূর্য কুমার যাদবই রয়েছেন সেখানে। দ্বিতীয় স্থানে আছেন মোহাম্মদ রিজওয়ান, তৃতীয় স্থানে পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসানও। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে মোহাম্মদ নাবি ও হার্দিক পান্ডিয়া। তবে বড় লাফ দিয়ে সিকান্দার রাজা উঠে এসেছেন সেরা চারে।

বিডিসংবাদ/এএইচএস