বিশ্বকাপ খেলতে দলগুলোর কাতারে আসা শুরু

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আজ থেকে কাতারে আসা শুরু করবে বিশ্বকাপে অংশ নেয়া দলগুলো। যদিও আর্জেন্টিনা ও জাপানের কোচিং স্টাফের কয়েকজন ইতোমধ্যে কাতারে পৌঁছে গেছে। তবে এবারের বিশ্বকাপ উপলক্ষে প্রথম দেশ হিসেবে আজ দল নিয়ে নিজেদের ক্যাম্প মারসা মালাজ এ পৌঁছানোর কথা আছে যুক্তরাষ্ট্রের।

কাতার নিউজ এজেন্সির মতে, দলগুলোর কাতারে আসার সম্ভাব্য তারিখ :

নভেম্বর ১০ : যুক্তরাষ্ট্র

নভেম্বর ১৩ : মরক্কো

নভেম্বর ১৪ : তিউনিশিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড

নভেম্বর ১৫: ডেনমার্ক, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ইকুয়েডর

নভেম্বর ১৬ : সেনেগাল, ওয়েলস, ফ্রান্স, আর্জেন্টিনা

নভেম্বর ১৭ : সৌদি আরব, জার্মানি, কানাডা, পোল্যান্ড, মেক্সিকো

নভেম্বর ১৮ : বেলজিয়াম, স্পেন, জাপান, ক্রোয়েশিয়া, ঘানা, কোস্টারিকা

নভেম্বর ১৯ : ক্যামেরুন, পর্তুগাল, সার্বিয়া, উরুগুয়ে, ব্রাজিল

অস্ট্রেলিয়া দল কবে পৌঁছাতে পারে এমন কিছু এখনো জানা যায়নি।

বিডিসংবাদ/এএইচএস