শান্তকে জ্যাক ক্যালিসের সাথে তুলনা দিলেন রাসেল ডমিঙ্গো

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জ্যাক ক্যালিসের সাথে নাজমুল হোসেন শান্তের তুলনা! অসম্ভব এই কাজটাই করে বসলেন রাসেল ডমিঙ্গো। দক্ষিণ আফ্রিকান সুপার স্টার জ্যাক ক্যালিসকে দিয়েই নাজমুল হোসেন শান্তকে ডিফেন্স করলেন টাইগারদের প্রধান কোচ।

ওয়ানডে ক্যারিয়ারে প্রায় ৪৫ গড়ে যার রান সংখ্যা ১১৫৭৯, আছে ১৭ শতক আর ৮৬টি অর্ধশতক, তার সাথে মাত্র ১৩ গড়ে অর্ধশতকহীন ১৮৬ রান করা শান্তের তুলনা বিস্ময়করই বটে।

তবে রাসেল ডমিঙ্গো ক্যালিসের পুরো ক্যারিয়ারের সাথে শান্তের তুলনা দেননি, তুলনা দিয়েছেন ক্যারিয়ারের শুরুর দিনগুলোর সাথে।

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ায় সমালোচনার ঝড় উঠে শান্তকে নিয়ে। মূলত তামিম ইকবালের চোটের কারণে একাদশে জায়গা পাচ্ছেন এই ব্যাটার। তবে তাকে জায়গা দিতে ইয়াসির আলি রাব্বিকে বাদ দিতে হচ্ছে একাদশ থেকে। সুযোগ পেয়েও বারবার শান্ত ব্যর্থ হওয়ায় সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল প্রধান কোচের কাছে।

জবাবে প্রত্যাশিতভাবেই নিজের শিষ্যর পাশে আছেন তিনি। এই পক্ষ নেয়ায় তার যুক্তি ছিল এমন— ‘আমি অনেক গ্রেট প্লেয়ার দেখেছি, যাদের প্রথম ২০-২৫ ম্যাচের রেকর্ড ভালো ছিল না। জ্যাক ক্যালিসের কথাই বলি। তার প্রথম ১২ টেস্টে গড় মনে হয় ১২ ছিল। দেখুন, শান্তর আরো ধারাবাহিক হওয়া উচিত। আমরা তা জানি। ওয়েস্ট ইন্ডিজে তাকে কঠিন উইকেটে খেলতে হয়েছে। সেখানে কিছু ভালো ইনিংস খেলেছে। আর কিছু ক্রিকেটারের প্রতি আপনার ধৈর্যশীল হতে হবে। কঠিন কন্ডিশনে ১২টা ওয়ানডে ম্যাচ খুব বেশি নয়। তাই আমাদের ধৈর্য ধরতে হবে। তাদের ফর্ম খুঁজে পাওয়ার সুযোগ দিতে হবে।’

অতঃপর শান্তকে কেন ওপেনিংয়ে খেলাচ্ছেন, তার কারণ দর্শালেন রাসেল ডমিঙ্গো। তিনি বলেন, ‘প্রথমত আমি বাঁহাতি-ডানহাতি ওপেনিং জুটি পছন্দ করি। তাকে দেখে মনে হচ্ছে, সে সাদা বলের ক্রিকেটের ছন্দটা ধরতে পারছে। বিশ্বকাপে দুটি ফিফটি করেছে।’

শান্তকে সুযোগ করে দিতে গিয়ে ইয়াসিরকে না খেলানোর পেছনে দলের সমন্বয়কেই বড় করে দেখালেন ডমিঙ্গো— ‘রাব্বি দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ওয়ানডে খেলেনি। কারণ সে চোটে ছিল। মিরপুরে নতুন বল খুব গুরুত্বপূর্ণ। আমি সাকিবকে নতুন বল থেকে দূরে রাখতে চাই। বল কিছুটা পুরোনো হলে সাকিবকে অসাধারণ ব্যাটসম্যান মনে হয়। আর আমি কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসতে মাহমুদউল্লাহর সামর্থ্যে আস্থা রাখছি।’

তবে ইয়াসির তার পরিকল্পনায় আছেন বলেও জানান রাসেল ডমিঙ্গো। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে আমাদের ১২টার মতো ওয়ানডে ম্যাচ আছে। আমরা ভিন্ন ভিন্ন সমন্বয়ে ছেলেদের খেলাতে চাই। দেখতে চাই, তারা কেমন করে। রাব্বি দক্ষিণ আফ্রিকায় একটা ফিফটি করেছে। দারুণ খেলেছে। অনেক ক্রিকেটারকে তার সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।’

বিডিসংবাদ/এএইচএস