শুরুটা ভালো হলো না বাংলাদেশের

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ৫ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসল তারা।

মোহাম্মদ সিরাজের বলে শূন্য হাতে ফিরলেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। এক ওভার পরেই মাঠ ছাড়লেন ইয়াসির আলী। ৪ রান করে উমেষ যাদবের বলে ফিরলেন তিনি।

বাংলাদেশের সংগ্রহ এখন ২ উইকেট হারিয়ে ৫ ওভারে ৮ রান। ক্রিজে আছেন ওপেনার জাকির হাসান ও লিটন দাস।

এর আগে ৪০৪ রানে প্রথম ইনিংস শেষ হয় ভারতের। গতকাল টস জিতে সিরিজের প্রথম টেস্টে ব্যাট করতে নামে ভারত। দিনশেষে তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৭৮ রান।

সকালে ব্যাট করতে নেমে শ্রেয়াস আইয়ারকে ৮৬ রানে সাজঘরে ফেরান এবাদত হোসেন।

এরপর জুটি বাধে রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব। এ জুটির সংগ্রহ যখন শতকের পথে তখন ভাঙন ধরান মেহেদী হাসান মিরাজ। সাজঘরে ফেরান অশ্বিনকে। ১১৩ বলে দুই বাউন্ডারি ও দুই ছক্কায় তার সংগ্রহ তখন ৫৮ রান। পরের ওভারেই তাইজুলের বলে ফিরেন যাদব। রানের চাকা সচল তখনো। ক্রিজে ছিলেন উমেষ যাদব ও মোহাম্মদ সিরাজ। দলের সংগ্রহ ৪০০ ছাড়ান এই জুটি। তবে কিছু দুর যেতেই মিরাজের আঘাতে সমাপ্তি হয় ভারতের বিশাল সংগ্রহের। সিরাজ সাজঘরে ফিরেন ৪ রান নিয়ে। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৪০৪ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

বিডিসংবাদ/এএইচএস